• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

রমজানে পণ্যর দাম বৃদ্ধি গর্হিত কাজ: প্রধানমন্ত্রী

খুন-খারাবি করার কারণে ইসলামের দুর্নাম হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অন্য ধর্মের প্রতিও সহনশীল হতে হবে। বিচার করবেন আল্লাহ। তার ওপরে ছেড়ে দিতে হবে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সারাদেশে প্রায় অর্ধশত মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ধর্মে অবিশ্বাসীদের খুন করার কথা ধর্মে বলা নেই। সবাইকে আরও সহনশীল হওয়ার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রমজানে এক কোটি মানুষকে ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে। যারা একেবারে কর্মক্ষমতাহীন তাদের জন্য তো বিনা অর্থে প্রতি মাসে ৩০ কেজি করে চালের ব্যবস্থা রয়েছে। খাদ্যে ভেজাল দেয়া যে গর্হিত কাজ, সেকথা মসজিদে ইমামদের বলার আহবানও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, মসজিদে জুম্মার সময়ে খাদ্যে ভেজাল দেয়ার বিষয়ে মানুষকে অবহিত করতে হবে। এটা যে অন্যায়, এটা যে গর্হিত কাজ সে বিষয়ে বলতে হবে। একইসাথে অতিরিক্ত দাম আদায় যে অন্যায় সে বিষয়েও বলতে হবে।

এরপর দেশের বিভিন্ন এলাকার অর্ধশত মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি সারাদেশের মানুষের কল্যাণে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।