• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

যেসব কারণে বাড়ছে ডিমের দাম

কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে ডিমের দাম। প্রতি হালি ডিম বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। কয়েকদিন আগেও ছিল ৩৬ টাকা। এতে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রেতারা।

ডিমের দাম বাড়ার কয়েকটি কারণ সামনে এনেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন- পোল্ট্রি খাবারের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়া, ওষুধের দাম বৃদ্ধি, উৎপাদন হ্রাস, তেলের দামের কারণে ভাড়া বৃদ্ধি এবং চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় হু হু করে ডিমের দাম বাড়ছে।

খুলনার কৈয়ার মুরগীর খামার এ আর বি এগ্রিকালচারের সত্ত্বাধিকারী মো. বশির গাজী জানান, তার খামারে ৩৬ হাজার মুরগি ছিল। এখন আছে ১৪ হাজার। প্রতিদিনই ৬-৮টি মারা যায়। এ কারণে কিছু মুরগি বিক্রি করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “এখন সাত হাজার মুরগি নিয়মিত ডিম দিচ্ছে। তাতে চাহিদা পূরণ করা যাচ্ছে না। আর খাবারের দাম ও যানবাহনের ভাড়া বৃদ্ধিতে পর্যাপ্ত উৎপাদন করাও কঠিন হয়ে পড়েছে। খাবারের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। আগে ১০০ কেজি খাবারের দাম পড়ত ২৮০০ টাকা। এখন সেই খাবারের দাম ৫২০০ টাকা। সব মিলিয়ে আগে গড়ে ডিমের হালি বিক্রি হতো ২৮ টাকায়, এখন বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। ”

ব্যবসায়ী মো. মনির হোসেন বলেন, “জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে আমাদের পরিবহন খরচও বেড়েছে। তাই দাম বাড়াতে হয়েছে। ”

খুচরা ব্যবসায়ী মো. ফয়সাল হোসেন বলেন, “ডিমের দাম ওঠা-নামা করাটা স্বাভাবিক। কিন্তু সম্প্রতি ডিমের হালি ৫২-৫৫ টাকা হয়েছে। এটা আসলেই অস্বাভাবিক। পরিবহন ভাড়া ও মুরগির খাবারের দাম বেড়েছে। সে কারণে ডিমের দামও বেড়েছে। ”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।