• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনি”র স্মরণে সৈয়দপুরে যুবলীগের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি”র স্মরণে সৈয়দপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শোকাহত আগস্টের শেষদিন গতকাল বুধবার সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

সৈয়দপুর উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী ডিউক। এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ, এাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।

সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক দিল নেওয়াজ খানের সভাপতিত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা যুবলীগের সভাপতি এ্যাড. রমেন্দ্র নাথ বর্মন বাপ্পি, সাধারণ সম্পাদক ও নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আসাদুল ইসলাম আসাদ ও মোস্তফা ফিরোজ। দিনব্যাপী চলা ফ্রী মেডিকেল ক্যাম্পে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৫ জন চিকিৎসক আগত রোগিদের চিকিৎসা সেবা দেন।

সেবা প্রদানকারিরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক হরমোন বিশেষজ্ঞ ডা. লুৎফুল কবির লিমন, সহকারী অধ্যাপক ও চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডা. মোস্তফা কবির সুজন, গাইনী কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ডা. শামসুন নাহার, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আদিলুজ্জামান রানা , ডা. মো. মোস্তাফিজুর রহমান, সার্জারী বিভাগের রেজিষ্টার ডা. এস এম কামাল, শিশু বিভাগের রেজিষ্টার ডা. তানভীর, অর্থ-সার্জারী বিভাগের রেজিষ্টার ডা. তাপস রায় , মেডিসিন বিভাগের ডা. সরকার মনিরুজ্জামান রিংকু, মানসিক রোগ চিকিৎসক ডা. রঞ্জন কুমার সেন , গ্যাষ্ট্রোলজী চিকিৎসক ডা. সোহেল রানা , শিশু সার্জারী চিকিৎসক ডা. মুরাদুজ্জামান মুরাদ , ডা. নবীন (অর্থপেডিক), ডা. ফরহাদ (সার্জারী), ডা. মুমু (গাইনী অবস)।

মেডিকেল ক্যাম্পের ১০ টি বুথে শিশুসহ প্রায় দুই হাজার নারী পুরুষকে পরীক্ষা নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্রসহ ওষুধ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।