• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

যমুনা নদীতে বিশাল চরঃ পানির নাব্যতা হারিয়ে অস্তিত্ব সঙ্কটে সার কারখানা

এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা (জেএফসিএল) নদী শুকিয়ে যাওয়ায় অস্তিত্ব সঙ্কটে পড়েছে। সোমবার (৩ মে) সরেজমিনে দেখাযায়, কারখানার পাশদিয়ে বয়ে যাওয়া যমুনা নদী নাব্যতা হারিয়ে বিশাল চর জেগে উঠায় নৌ চলাচল, সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। আর এ কারনে গত ১৫ এপ্রিল থেকে যমুনা সারকাখানায় পানি সরবরাহে তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

স্থানীয় ও কারখানা সূত্রে জানাযায়, ১৯৯১ইং সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই যমুনা সারকারখানার ইউরিয়া উৎপাদনে কাঁচা মাল হিসেবে এমোনিয়া গ্যাস, যমুনা নদীর পানি ও অক্সিজেন ব্যবহার হচ্ছে। দৈনিক ১৭০০ মেঃ টন উৎপাদনে সক্ষম এ কারখানায় প্রতি ঘন্টায় ৭৫০ মিটার কিউসেক পানির প্রয়োজন হয়। ব্যবহৃত পানির একমাত্র উৎস যমুনা নদী। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া হয়ে আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট হতে পিংনা ইউনিয়নের রসপাল পর্যন্ত এই যমুনা শাখা নদী বর্তমানে নাব্যতা হারিয়ে পানি প্রবাহ ও শ্রোতধারা বন্ধ হয়ে গেছে। নদীর তলদেশে অসংখ্য চর জেগে ওঠায় জমিতে সেচ ব্যবস্থা, নৌ চলাচল বন্ধ হয়েগেছে। দীর্ঘদিন নদী খনন না করার কারনে তিনটি ইউনিয়নসহ যমুনা সারকারখানার জেটি ঘাট এলাকার পল্টনের চারপাশে পানির তীব্র সংকটের কারনে অস্তিত্ব সঙ্কট দেখা দিয়েছে। বর্তমানে ৮টি ডিপ পাম্পএর মাধ্যমে কারখানা ও এর আবাসিক এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে বলে জানাগেছে।

কারখানার উপ প্রধান প্রকৌশলী ও ইউটিলিটি শাখার প্রধান আব্দুল্লাহ আল বাকী বলেন, নদীর পানি না পাওয়ায় কারখানার উৎপাদন চালু রাখতে ৯টি ডিপ পাম্পো মধ্যে ৮টি পাম্প ব্যবহার করা হচ্ছে। ১টি পাম্প রিজার্ভ রাখা হয়েছে। নদীর পানি ফ্লো হলেই আমরা নিতে পারব।

এ বিষয়ে যমুনা সারকারখানার জিএম প্রশাসন মোঃ দেলোয়ার হোসেন বলেন, যমুনা নদীতে পানি কমে গেছে। পানি সরবরাহ পয়েন্টে নদীর নাব্যতা না থাকায় গত ১৫ এপ্রিল থেকে পানি উত্তোলন বন্ধ রয়েছে। বর্তমানে ডিপ পাম্পএর মাধ্যমে কারখানায় পানি সরবরাহ করা হচ্ছে। যদিও এ পানি শোধন প্রক্রিয়া ব্যয়বহুল। জরুরী ভিত্তিতে নদী ড্রেজিং করে কারখানার পানি সরবরাহ পয়েন্টে নদীর গতিপথ চালু রাখা প্রয়োজন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।