• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহ বিভাগে ৬টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সারাদেশের কানেকটিভি বাড়াতে ময়মনসিংহ বিভাগে গুরুত্বপূর্ণ ৬টি সেতু এক যোগে ভর্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

গতকাল (৭ নভেম্বর) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি একযোগে ১০০টি সেতু উদ্বোধনের মধ্য এ ৬টি সেতু রয়েছে। একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এটি দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।সেতুগুলো জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে ১০ শত সেতুর উদ্বোধনীতে মনসসিংহ সড়ক ভবন প্রান্তে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী, সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম, জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী জানান এই ৬টি সেতু নির্মাণে প্রায় ৭৭ কোটি ৮৭ কোটি টাকা ব্যয় হয়েছে।

একই সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, গণপূর্ত ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম কামরুজ্জামান, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) পুলককান্তি চক্রবর্ত্তী, বিভাগীয় বনকর্মকর্তা একে এম রুহুল আমিনসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।