• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা

ময়মনসিংহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে সোমবার (১০ অক্টোবর) তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে প্রথমে নিরাপদ খাদ্য বিষয়ক নিয়ম-কানুন মানার জন্য সচেতনতা সৃষ্টি এবং তা নাহলে আইন প্রয়োগের উপর জোর দিয়েছেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

বিভাগের চার জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিসহ সব ধরের আইনী সহযোগীতার জোড়ালো আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ।

বিভাগস্থ চার জেলা ও উপজেলা পর্যায়ে সভা-সেমিনার এর মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা যথাযথভাবে সংশ্লিষ্ট সকলের মাঝে প্রচার-প্রচারণার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও রেঁস্তোরা-বেকারি ও মিস্টির কারখানার প্রিমিসেস লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য শর্তসমূহ যাচাই-বাছাই; খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান, পোড়া তেল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ না ব্যবহার, ফুটপাতের খাদ্য নিরাপদ করতে প্রয়োজনীয় পরিদর্শন; খাদ্য স্থাপনায় গ্রেডিং প্রদান, খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এর মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ক প্রচারণা,যথাযথ মান বজায় রেখে চাল পলিশিং করা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

নিরাপদ খাদ্য বিষয়ক প্রেজেন্টেশন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব ও নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডাঃ মনোরঞ্জন ধর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল, স্বাস্থ্য বিভাগীয় সহকারি পরিচালক ডাঃ ইশরাত জাহান, এনএসআই সহকারি পরিচালক মোঃ আতাউর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নিশাত মেহের, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ উদ্দিন, আজাদ বেকারির সত্ত¡াধিকারি মোঃ ফরিদ উদ্দিন, জেলা রাইচমিল মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান, যুব উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা। এছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন খাদ্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর প্রতিনিধিবৃন্দ ও অংশীজনরা এতে অংশগহণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।