• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

বীরমুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালএর ৭৪ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ৫ আগস্ট (শনিবার) সারা দেশের ন্যায় ময়মনসিংহে ও দিনভর নানামুখী কর্মসূচির আয়োজন করা হয়। ময়মনসিংহ সিটিকর্পোরেশন ও জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন ও সমন্বয় করে।

বাঙালির বীর সন্তান শেখ কামালের সম্মানে প্রত্যুষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটিকর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটুসহ বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত শাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভবনে ড্রপডাউন ব্যানার টানানো হয়। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হকি, দাবাসহ বিভিন্ন প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। শহিদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে মসজিদ/মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় নগরীর জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

জন্মবার্ষিকী পালনের তাৎপর্য তুলেধরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, শেখ কামালের ২৬ বছর জীবনের ইতিহাসে অনেক কিছুই খুঁজে পাওয়া যায়। তিনি একাধারে আর্মি ক্যাপ্টেন, সেতার বাদক, গায়ক, নাট্য ব্যক্তিত্ব, ক্রীড়া সম্পাদক ছিলেন। মুক্তিযোদ্ধাদের সংগঠক হিসেবে স্বাধীনতা যুদ্ধেও তাঁর অবদান রয়েছে। মনে হয় সবক্ষেত্রেই তার ছোঁয়া ছিল।

এ দিনের গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথি বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, শেখ কামাল আলোকিত এক প্রাণ। দেশ প্রেমে উজ্জীবিত হয়ে দুর্গম এলাকায় তিনি যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সকল মুক্তিযোদ্ধা প্রশিক্ষনার্থীদের সাথে কাজ করেছেন।

জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ এহতে শামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় ও জেলার অফিসের কর্মকর্তা কর্মচারীগণ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে ৫জন ব্যক্তিকে গাছের চারা বিতরণ করা হয়।

জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে শেখ কামালের জীবনী ভিত্তিক ডকুমেন্টারি/প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক চারাগাছ ও যুব ঋণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।