• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধনী খেলায় ত্রিশাল ও নান্দাইল জয়ী

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর বুধবার (১২ অক্টোবর) সকালে জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বুধবার সকালে উদ্বোধনী খেলায় ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টীম ১-০ গোলে ফুলপুর উপজেলার বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টীমকে হারিয়ে জয়লাভ করেছে। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় টীম তারাকান্দা উপজেলার মাসকান্দা শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টীমকে হারিয়ে জয়লাভ করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ রকিব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ সফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সহকারি জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান ও মোঃ শহীদুজ্জামান সহ বিভিন্ন জেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।