• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার বিভাগীয় তথ্য অধিকার আইন সংক্রান্ত কর্মশালা

তথ্য অধিকার আইনে তথ্য দেয়া সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত দায়বদ্ধতা। তথ্য না দেয়া ফৌজদারি অপরাধ। কোন কোন বিষয়ে তথ্য দেয়া যাবে তা তথ্য আইনে বলা আছে। তথ্য দেয়ার ব্যাপারে অস্পষ্টতা দূর করার লক্ষ্যেই এই কর্মশালা আয়োজন করা হয়েছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেন।

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক কর্মশালা শনিবার সকালে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ময়মনসিংহ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), শাহ রেজওয়ান হায়াত।

প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দিলীপ কুমার বণিক, পরিচালক (প্রশাসন ও যুগ্ম সচিব) এস. এম. আনছারুজ্জামান। আরো বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আখতারুন্নাহার, প্রাথমিক শিক্ষা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক তাহমিনা খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আতাউর রহমান, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, পিটিআই ময়মনসিংহের সুপারিন্টেন্ডেন্ট জাহানারা খাতুন, শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান, বিভাগীয় শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কাদের, বিভাগীয় শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া ইয়াসমিন প্রমূখ।

কর্মশালায় ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারি পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপার, উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।