• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহে পঁচা নষ্ট মিষ্টি বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে পঁচা বাসি টক নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগে একটি মিষ্টির দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ জুলাই) সকালে নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, গত ১১ জুলাই ঈদের পর দিন জাকির হোসেন নামের এক ব্যক্তি ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় ‘ঢাকা মিষ্টি মুখ’ দোকান থেকে ১ কেজি চমচম ২০০ টাকা ও ১ কেজি কালোজাম ২০০ টাকায় মোট ২ কেজি মিষ্টি ৪০০ টাকা দিয়ে ক্রয় করে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। আত্মীয় বাড়িতে যাওয়ার পর মিষ্টির প্যাকেট খুলে ছোট বাচ্চাদের দেওয়া হলে, তারা মিষ্টি মুখে নিয়ে বমি করে দেয়। তারপর জাকির হোসেন নিজে মিষ্টি মুখে দিয়ে দেখে মিষ্টি টক, পচা দুর্গন্ধ। দুই প্যাকেট মিষ্টির মধ্যে কয়েকটি ভালো মিষ্টি দিয়ে অধিকাংশ বাসি, টক, পচা দুর্গন্ধ যুক্ত মিষ্টি দিয়ে দেয়। এই পচা দুর্গন্ধ মিষ্টি খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।

পরে ভুক্তভোগী জাকির হোসেন এ প্রতারণার কারণে ১২ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ে যথানিয়মে অভিযোগ করেন।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে ওই মিষ্টির দোকানে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় দোকান মালিক ও কর্মচারী টক ও বাসি মিষ্টি দেওয়ার কথা স্বীকার করলে মুচলেকাসহ তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ হিসাবে ৩হাজার ৭৫০ টাকা অভিযোগকারী জাকির হোসেনকে প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে বলেও জানান ভোক্তা অধিকার কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।