• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ময়মনসিংহে কুতথ্য গুজব প্রতিরোধে শিক্ষক-পেশাজীবীদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্য, গুজব, কূটতথ্য প্রতিরোধে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজকে শক্তিশালীকরণের লক্ষ্যে ময়মনসিংহ এলাকায় তিনদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর ডিবি রোডস্থ গ্রামাউস কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আলোচনায় ড. শান্তনু মজুমদার বলেন, দেশজুড়ে গুজব বা কুতথ্য ছড়িয়ে পড়ছে। এতে সহিংসতা বাড়ছে। হানাহানি ঘটছে। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে কুতথ্য প্রতিরোধে সকল শ্রেণী-পেশাজীবীদের অংশগ্রহণের বিকল্প নেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টের (আইইডি) আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় নাগরিক সমাজ সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতাসহ নানা শ্রেণিপেশার ৩০ জন নাগরিক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী আলোচনায় অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ আবুল কাশেম, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মুক্তাদির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ নোমান, বাকৃবি শিক্ষক সমিতির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ডিকেজিএস ইউনাইটেড কলেজের অধ্যক্ষ মাসুদুল হাসান আরিফ, তথ্য-যোগাযোগ প্রযুক্তি গবেষক সিয়াম সারোয়ার জামিল, আইইডির কেন্দ্রীয় সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, উন্নয়ন কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন, কর্মসূচি সংগঠক আব্দুল হাকীম পারভেজসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।