• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলা সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ কে এম রব্বানী’র যোগদান

বিসিএস ( সাধারণ শিক্ষা ) ক্যাডার প্রফেসর কে এম রব্বানী (৫৫১২) মোংলা সরকারি কলেজে ২৯ অক্টোবর রবিবার সকালে নবাগত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি নোয়াখালী সরকারি কলেজে গণিতের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার সকাল ৮টায় মোংলা সরকারি কলেজের প্রধান গেটে নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানীকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাহারা বেগম, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক বিশ^জিৎ মন্ডল, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রদর্শক সাইদুর রহমান মিন্টু প্রমূখ।

রবিবার সকাল ১০টায় নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী যোগদানপত্রে স্বাক্ষর করেন। পরবর্তীতে বেলা সাড়ে ১২টায় শিক্ষক মিলনায়তনে মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। এসময় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক ড. অসিত বসু, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক নিগার সুলতানা সুমী প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় নবাগত অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী দায়িত্ব পালনকালে শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ মোংলার সর্বস্তরের মানুষের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।