• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলা বন্দরে ৮ লাখ টাকা চুক্তিতে ভুয়া নিয়োগ, প্রতারক চক্রের সদস্য আটক

মোংলা বন্দর কর্তৃপক্ষের সুপারভাইজার পদে চাকরি নিতে আট লাখ টাকা কন্ট্রাক করেছেন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি । অগ্রিম ৫০ হাজার টাকাও দিয়েছেন সে। বাকিটা চাকরিতে যোগদানের পরে। কন্ট্রাকে রাজি হওয়ায় ইসমাইলের নিয়োগ হয়েছে। এরকম ভুয়া নিয়োগ পত্র দেখিয়ে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন একটি চক্র।

তবে সেই চক্রের অন্যতম হোতা আজিজুল ইসলামকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে খুলনা থেকে তাকে আটক করে শুক্রবার (৭ এপ্রিল) সকালে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখার ল্যান্ড সার্ভেয়ার আবুল খায়ের বাদী হয়ে মামলা করেছেন। আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম।

আজিজুল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মো. খোকন ডালির ছেলে। সে মোংলা বন্দর কর্তৃপক্ষে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগ পত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

মোংলা কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর আলম বলেন, প্রতারণার মাধ্যমে একটি চক্র মোংলা বন্দর কর্তৃপক্ষে চাকরি দিতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। অনেক ভুয়া নিয়োগ পত্র জমা হয়েছে। তাই এই চক্রটিকে ধরতে আমরা তৎপর ছিলাম। জালিয়াতির মাধ্যমে তারা মানুষকে বোকা বানিয়ে টাকা নিতো। আর এতে বন্দর কর্তৃপক্ষের সুনামও নষ্ট হতো। তবে প্রতারক চক্রের অন্যতম হোতাকে আটক করা হয়েছে। বাকিদেরও ধরা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।