• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলায় স্ত্রীকে ভাগিয়ে নেয়ায় বন্ধুকে খুন: প্রধান আসামী গ্রেফতার

মনির হোসেন,মোংলাঃ
মোংলায় ফুসলিয়ে স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার কারণেই বন্ধু শাহিনকে খুন করেছেন মারুফ। গ্রেফতারের পর পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন মারুফ। স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ক্ষোভেই মারুফ সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় শাহিনকে ছুরিকাঘাত করে খুন করেন মারুফ।

এ ঘটনায় মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত শাহিনের বড় বোন খাদিজা বেগম। এদিন সন্ধ্যায় খুলনার কয়রা থেকে মারুফকে আটক করে পুলিশ। এ ঘটনায় বুধবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় হত্যা মামলার প্রধান আসামী মারুফকে হাজির রেখে থানায় সংবাদ সম্মেলন করেন পুলিশ। বাগেরহাটের মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, মারুফ ও শাহিন দুই বন্ধু ছিলেন। বন্ধুত্বের সুযোগে মারুফের স্ত্রীকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন বন্ধু শাহিন। মারুফ সেই কারণেই ক্ষোভে শাহিনকে খুন করেন। সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মনিরুল ইসলামসহ মোংলা থানা পুলিশের সদস্যরা।

এদিকে দুপুরেই মারুফকে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত থেকে তাকে জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।