• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলায় দুর্যোগ হ্রাসে উদ্ধার ও অনুসন্ধানের উপর সিমুলেশন অনুষ্ঠিত

প্রাকৃতিক, মানবসৃষ্ট ও বায়োলজিক্যাল দূর্যোগ মোকাবেলায় স্থানীয় জনসাধারনকে সচেতন করতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে উদ্ধার ও অনুসন্ধানের উপর সিমুলেশন প্রোগ্রাম করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম। দাতা সংস্থা টিয়ার ফান্ডের সহযোগিতায় ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে মোংলার চিলা ইউনিয়নের চিলা বাজার চত্বরে অনুষ্ঠিত সিমুলেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন সালোম মোংলার এরিয়া কোর্ডিনেটর সৌরেন্দ্র মন্ডল।

অনুষ্ঠানে ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অগ্নিকান্ড রোধে সচেতনতা সৃষ্টি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা থেকে প্রতিকার পেতে করনীয় বিষয়সমূহ ও সাপের দংশন পরবর্তী তাৎক্ষণিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে স্থানীয়দের মাঝে জনসচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোংলা অঞ্চলের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. লিটন হাওলাদার।

অনুষ্ঠানে অগ্নিকান্ডের সূত্রপাত হলে তাৎক্ষণিক তা নিভিয়ে ফেলা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরন বা আগুন ধরে গেলে সিলিন্ডার বন্ধ করার কলাকৌশল জনসম্মুখে তুলে ধরেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

এতে সহায়তা করেন ফায়ার ফাইটার মাহবুব হোসেন ও রিয়াজুল ইসলাম।

এছাড়াও সরকারের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে দুর্যোগ মোকাবেলার পাশাপাশি স্থানীয় জনগনকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানান সংস্থাটির কর্মকর্তারা।
জনসাধারনকে সচেতন করতে সালোম পরিবারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফায়ার সার্ভিস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালোম মোংলার প্রোগ্রাম অফিসার নীলয় বিশ্বাস, মনিটরিং অফিসার শিমন বিশ্বাস, জেন্ডার অফিসার এলিজাবেথ সরকার এবং কমিউনিটি অর্গানাইজারবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।