• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলায় ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধারে পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ 

মোংলা বন্দরের হারবাড়িয়ায় ডুবে যাওয়া পাথর বোঝাই কার্গো জাহাজ এমভি মাস্টার দিদার- ১ উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ওই চ্যানেল দিয়ে বর্তমানে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকালে গণমাধ্যম পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান।

তিনি বলেন গত ২৩ নভেম্বর রাতে এমভি মাস্টার দিদার-১ নামক একটি কার্গো জাহাজ এইচ-৬ এ নোঙ্গরত  ‘আইভিএস হায়কিতা’৷ জাহাজ থেকে ৬০০ মেট্রিকটন লাইম স্টোন বোঝাই করে মোংলার দিকে আসার পথে রাত্র আনুমানিক ৯টায় হারবারিয়ার ২ নম্বর বয়ার কাছে নোঙ্গর করা বসুন্ধরা গ্রুপের বিএল-৩৮ জাহাজের সাথে সংঘর্ষ লিপ্ত হয়ে তাৎক্ষণাত ঘটনাস্থলে ডুবে যায়। বিএল-৩৮ ডুবে যাওয়া এমভি মাস্টার দিদার-১ এর মাস্টারসহ সকল ক্রুদের উদ্ধার করে। উল্লেখ্য এমভি মাস্টার দিদার-১ এর সার্ভে সনদ ২০২১ সালের ১ জানুয়ারি  উত্তীর্ণ হয়ে যায় এবং জাহাজটি অবৈধভাবে বাণিজ্যিক জাহাজ হতে পণ্য খালাস করে আসছিল।

মোংলা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এম শাহীন মজিদ, (জি), পিএসসি, বিএন ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং নিরাপদ জাহাজ চলাচলের জন্য একটি বিশেষ বয়া স্থাপন করেন। বর্তমানে ওই স্থানে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ নিরাপদ। ডুবে যাওয়া কার্গো জাহাজটিকে উদ্ধার এর জন্য স্যালভেজের কার্যক্রম চলমান এবং অতিদ্রুত চ্যানেল থেকে কার্গো জাহাজটিকে অপসারণ করা হবে। এমভি মাস্টার দিদার-১ এর মালিক মোঃ দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান এবং আনিসুর রহমানের বিরুদ্ধে ফিটনেস বিহীন কার্গো জাহাজ পশুর নদীতে চালানোর জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান। বন্দরের হারবারিয়াস্থ ভিটিএমআইএস এর মাধ্যমে ডুবে যাওয়া জাহাজের অবস্থান সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।