• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলায় জাহাজ থেকে চুরি করা বিদেশি সিগারেট জব্দ আটক-১

গোপন সংবাদের ভিত্তিতে মোংলার কানাইনগর গুচ্ছগ্রাম এলাকার পশুর নদীর পাড় থেকে দুই কার্টুন ভর্তি ৯৫০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। এঘটনায় জড়িত থাকায় মো. রহমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন নামের একজনকে আটক করা হয়েছে।

১ এপ্রিল শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি চৌকষদল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় মোংলার কানাইনগর গুচ্ছগ্রামের পশুর নদীর বেড়ী বাঁধের উপর নৌপথে বিদেশ থেকে কর ফাঁকি দিয়ে কিছু চোরকারবারি বিদেশি সিগারেট চোরাচালানের মাধ্যমে বিক্রি করবে। এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মামুন শেখ সঙ্গীয় এসআই(নিরস্ত্র), মোঃ মিরাজ হোসেন, এএসআই(নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন ও ফোর্সসহ সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দুটি বিদেশি সিগারেটের কার্টুন থেকে ৯৫০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়।

আটক রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) কানাইনগর এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে। পলাতকরা হলেন- কানাইনগর এলাকার মৃত সোবাহান হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার(৫৪) ও মৃত ইব্রাহিম হাওলাদারের ছেলে আব্দুল হাই (৪৭)। জব্দকৃত সিগারেটের মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা। আটককৃতরে বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ার পর বাগেরহাট জেল হাজতে পাঠায় পুলিশ।

অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম আরো বলেন, মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে শুল্কফাঁকি দিয়ে যেসব চোরাকারবারিচক্র মালামাল পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।