• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মোংলায় চার্চ অব বাংলাদেশের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রতি বিষয়ক সংলাপ

মানব জীবনে সাম্প্রদায়িক সম্প্রীতির সম্পর্ক গঠন ও শান্তি বজায় রাখা এবং সম্প্রীতি স্থাপনে জাতির ভূমিকা বিষয়ে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় মোংলার শেলাবুনিয়ায় চার্চ অব বাংলাদেশের হলরুমে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি-৩৩৬ এবং বরিশাল ডায়োসিসের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রতি বিষয়ক সংলাপ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল ডায়োসিসের বিশপ রাইট রেভাঃ সৌরভ ফলিয়া।

বরিশাল ডায়োসিস খুলনা ডিনারীর প্রধান রেভাঃ জেমস্ মনীন্দ্র বৈদ্যর সভাপতিত্বে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প মোংলার ব্যবস্থাপক জেমস্ প্রবীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে সৃষ্টিকে রক্ষা ও শান্তি বজায় রাখা সম্পর্কে খ্রীষ্টিয়ান ধর্মের আলোকে আলোচনা করেন বিশপ রাইট রেভাঃ সৌরভ ফলিয়া। ইসলাম ধর্মের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্ক গঠনের বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান এবং মানব জাতির সম্প্রীতি স্থাপনে জাতির ভূমিকা নিয়ে হিন্দু ধর্মের আলোকে বক্তব্য উপস্থাপন করেন মোংলা সরকারি কলেজের প্রভাষক ড. অসিত কুমার বসু।

এসময় উপস্থিত ছিলেন চার্চ অব বাংলাদেশের উন্নয়ন সংস্থা সালোম মোংলার কো-অর্ডিনেটর সৌরেন্দ্র মন্ডল, মনিটরিং অফিসার শিমন বিশ্বাস, মোংলা সরকারি কলেজের প্রভাষক সাইফুজ্জামান মিন্টু, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মারিনো ডি মন্ডল, কানাইনগর সেন্ট যাকোপ চার্চের সাবেক সস্পাদক গগন হালদার।

ধর্মীয় সম্প্রীতিমূলক সংলাপে বক্তারা আরো বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ ধর্মীয় অনুশাসন মেনে ধর্ম চর্চা করে। ধর্মীয় সম্প্রীতির নিদর্শন বাংলাদেশ। এখানে সবাই যার যার ধর্ম পালন করে এবং সম্প্রীতি বজায় রেখে চলে। সাম্প্রদায়িক সম্প্রীতির অপ্রতিরোধ্য অগ্রযাত্রার পথে যদি কেউ বাধা দেওয়ার চিন্তা করে, তাকে অবশ্যই কঠোর আইনের মুখোমুখি হতে হবে।সংলাপ সভায় উপস্থাপনা করেন চার্চ অব বাংলাদেশের শিশু উন্নয়ন প্রকল্পের এলেক্স মিত্র ও নিপা হালদার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।