• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মেসি জাদুতে প্রথমবারের মতো শিরোপা মায়ামির

লিগস কাপের ফাইনালে ন্যাশভিলে ও ইন্টার মায়ামির ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয়। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী টাইব্রেকারে গড়ায় শিরোপা নির্ধারণী। তাতে ইন্টার মায়ামি ১০-৯ এ জিতে লিগস কাপের শিরোপা জিতেছে। ম্যাচে মায়ামির গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি।

ফাইনালে ম্যাচের ২৩ মিনিটে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে দ্বিতীয়ার্ধ সমতা ফেরায় ন্যাশভিলে। নিয়ম অনুযায়ী খেলা গড়ায় টাইব্রেকে।

কী জানি কী হয়! টাইব্রেকারে দলের প্রথম শটটিও জালে জড়ান বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। পারবেন কি ইন্টার মায়ামিকে প্রথম শিরোপাটা এনে দিতে? তবে তখন তার হাতে ছিল না। শুটআউটেও তখন ৯-৯ সমতা।

শট নিতে এলেন মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। বল জালে জড়ালেন তিনি এরপর প্রতিপক্ষ গোলকিপারের শট ঠেকিয়ে দলকে এনে দেন শিরোপাও। ১–১ গোলে সমতায় থাকার পর ইন্টার মায়ামি ম্যারাথন টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় ১০-৯ এ।

তার আগে ন্যাশভিলের ঘরের মাঠে ২৩ মিনিটে রবার্ট টেইলরের বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে যান মেসি। কয়েক পা এগিয়ে দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের জোরাল শটে গোল করেন মেসি। যা পেশাদার ক্যারিয়ারে ফাইনালে মেসির ৩৭তম গোল। লিগস কাপে দশম গোল।

এ নিয়ে টানা সাত ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

তবে ৫৭ মিনিটে কর্নার থেকে পাওয়া বল হেডে গোল করে সমতা ফেরান ফাফা পিকুল্ট।

৭০ মিনিটে মেসির শট লাগে পোস্টে। ৭৭ মিনিটে গোল পেয়েই যাচ্ছিল নাশভিলে স্যামের শট ঝাঁপিয়ে ঠেকান মায়ামি গোলকিপার ক্যালেন্ডার। কর্নারের বিনিময়ে রক্ষা পায় মায়ামি। ৮৩ মিনিটে জর্ডি আলবা মুখতারকে ফেলে দিলে ফ্রি-কিক পায় ন্যাশভিলে। তবে মুখতারের ফ্রি-কিক ডান পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোলের সুযোগ পেয়েছিলেন মায়ামির লিওনার্দো ক্যামপানা। ন্যাশভিলে গোলকিপারকে কাটিয়েছিলেন চিপ মেরে। তাতে বল সামনের দিকে যাচ্ছিলো। দৌড়ে গিয়ে বলে পা ছোয়ান। তবে সেটি পোস্টে লাগে।

ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে জিতে মেসি পেয়ে যান তার ক্যারিয়ারের ৪৪তম ট্রফি।

ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড এখন এককভাবে মেসির দখলে। পেছনে ফেলেছেন দানি আলভেসকে (৪৩ ট্রফি)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।