• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মেসিকে ছাড়াই জিতলো মায়ামি

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গেছেন লিওনেল মেসি। এর মধ্যেই মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হচ্ছে ইন্টার মায়ামিকে। তা মেসি নেই তো কী হয়েছে, আর্জেন্টাইন জাদুকর দলটিতে নাম লেখানোর পর জয়ের যে পথ দেখিয়ে দিয়েছেন, সে পথেই হাঁটছে এমএলএসের ক্লাবটি।

মেসির অনুপস্থিতিতে বাংলাদেশ সময় আজ রোববার সকালে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে এমএলএসের ম্যাচে ইন্টার মায়ামিকে জয় এনে দিলেন আরেক আর্জেন্টাইন ফাকুন্দো ফারিয়াস।

স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের জয়ে অবশ্য একটি গোল করেছেন তিনি, জোড়া গোল করেছেন ইকুয়েডরের ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা।

মেসিসহ ইন্টার মায়ামির নিয়মিত খেলোয়াড়দের ৮ জন জাতীয় দলের হয়ে খেলতে চলে গেছেন। তুলনামূলক ‘দুর্বল’ দল নিয়ে খেলতে নামা মায়ামি নিজেদের মাঠে ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পড়ে। তবে ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান কাম্পানা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার ঠিক আগে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভালো খেলা উপহার দেয় মায়ামি। এর ফলও দ্রুতই পেয়ে যায় তারা। ৬০ মিনিটে অসাধারণ এক গোলে স্কোরলাইন ৩-২ করেন আর্জেন্টিনার ২১ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। ৭৮ মিনিটে একটি গোল ফেরত দেয় স্পোর্টিং কানসাস সিটি। শেষ পর্যন্ত ফারিয়াসের গোলটিই হয়ে যায় পার্থক্য গড়ে দেওয়া।

মেসি নাম লেখানোর আগে ধুঁকতে থাকা মায়ামি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে ১২ ম্যাচে অপরাজিত রইলো। এমএলএসের প্লে-অফ খেলা থেকে তারা এখন আর ৬ পয়েন্ট দূরে। মেসি যোগ দেওয়ার আগে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার তলানিতে থাকা মায়ামি আজকের জয়ের পর ২৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে ১৪তম স্থানে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।