• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মেঘনা নদীতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার উদ্ধার করল কোস্টগার্ড

ভোলায় মেঘনা নদীতে তেলবাহী জাহাজ ডুবিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভাসমান তেল অপসারণ ও জাহাজ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

২৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান,বিএন।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর রবিবার আনুমানিক ভোর রাত ৪টায় ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড এর চট্টগ্রাম হতে চাঁদপুরগামী এম ভি সাগর নন্দিনী-২ নামক তেলবাহী ট্যাংকার আনুমানিক ৯ লক্ষ লিটার ডিজেল ও ২ লক্ষ ৩৪ হাজার লিটার অকটেন সহ অপর দিক হতে আসা একটি কার্গো জাহাজের সাথে ঘন কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়। সংঘর্ষে তেল বাহী ট্যাংকারের ইঞ্জিনরুমের ডান পাশে ফেঁটে যায় এবং জাহাজটি অর্ধ নিমজ্জিত অবস্থায় ডুবে যায়। উক্ত জাহাজে ১২ জন নাবিক ছিল বলে জানা যায়।

তারা সকলে স্থানীয় ফিশিং বোটের সাহায্যে তুলাতুলি মাছ ঘাটে আসে। পরবর্তীতে, কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা হতে দুইটি আভিযানিক দল সকাল সাড়ে ৮টা হতে অর্ধ নিমজ্জিত জাহাজটির সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ঘটনাস্থলে অবস্থান নেয়।

তিনি আরও বলেন, এছাড়া দুর্ঘটনাকবলিত অয়েল ট্যাংকার হতে নিঃসৃত তেল যেন মেঘনা নদীতে ছড়িয়ে পড়ে জীববৈচিত্রে কোনও প্রভাব ফেলতে না পারে, সেজন্য কোস্টগার্ড দক্ষিণ জোন হতে একটি ল্যামোর সংযোজিত অত্যাধুনিক বোটের মাধ্যমে পানিতে নিঃসৃত তেল আলাদা করার কার্যক্রম পরিচালনা করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।