• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মানব বন্ধন কর্মসূচী বাস্ত বায়নে জমিয়াতুল মোদার্রেছীনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টাির:
২০২৩ সালে মাদ্রাসায় পাঠের অনুপযোগী পাঠ্যবই পরিবর্তন করে মাদ্রাসায় পাঠদানের উপযোগী বই প্রদানের দাবীতে আগামী ১৪ নভেম্বর মানব বন্ধন কর্মসূচীর ডাক দিয়েছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। এ কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রস্তুতি সভা করেছে শেরপুর সদর, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলা জমিয়াতুল মোদার্রছীন।
গতকাল রাতে শেরপুর এসআর মসজিদে শেরপুর সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাও: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মেরাজ উদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহসভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাও: মো: ফজলুর রহমান, অধ্যক্ষ মাও: নবী হোসেন, অধ্যক্ষ মাও সুরুজ্জামান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও শরাফত আলী, জেলা শাখার কোষাধ্যক্ষ মাও: আইন উদ্দিন, অধ্যক্ষ মাও: ছামিউল হক, মাও আমিনুল ইসলাম, মাও: আলী আকবর, মাও: আব্দুল আজিজ, মাও:ওয়ালি উল্লাহ, মাও: আব্দুল হালিম, মাও: আমজাদ হোসেন, মাও: আশরাফ হুসেন, আতিকুর রহমান প্রমুখ।
অপরদিকে নালিতবাড়াী তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা মিলনায়তনে নালিতবাড়ী উপজেলা জমিয়াতুল মোদার্রছীন ও শ্রীবরদী কামিল মাদ্রাসা মিলনায়তনে শ্রীবরদী উপজেলা জমিয়াতুল মোদার্রছীন পৃথক প্রস্তুতি সভা করে।

সভায় মাদ্রাসায় পাঠ উপযোগী বই প্রদানসহ ১৩ দফা দাবী আদায়ের জন্য ঐক্যমত পোষন করা হয় এবং আগামী ১৪ নভেম্বরের মানব বন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্য্যালয়ে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানটি সফল করতে সকল শিক্ষক-কর্মচারীর উপস্থিতি নিশ্চত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।