• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মাদকসেবনে বাঁধা মাদক ব্যবসায়ীদের সাথে হরিজনদের ধাওয়া-পাল্টাধাওয়া

মাদক ব্যবসাসহ এলাকায় মাদকসেবনে বাঁধা দেয়ায় মাদক ব্যবসায়ীদের সাথে হরিজন পল্লীর বাসিন্দাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
গত শনিবার রাতে সৈয়দপুর শহরের মুন্সীপাড়া হরিজন কলোনীতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ আগামী শুক্রবার মাদক বিরোধী সমাবেশের মাধ্যমে সিন্ধান্ত নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ওই হরিজন কলোনীর বাসিন্দাদের সাফ কথা আমরা হরিজন হলেও আমাদের ভবিষ্যত নতুন প্রজন্মকে মাদকের সংস্পর্শে আনতে চাই না। তাই মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।

জানা যায়, মুন্সিপাড়া হরিজন কলোনীসহ আশে পাশের এলাকায় কয়েকশত পরিবারের বসবাস। এদের মধ্যে হরিজন সম্প্রদায়েরই রয়েছে শতাধিক পরিবার। এছাড়া ওই এলাকায় রয়েছে ছোট বড় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। ঘন বসতিপূর্ণ ওই এলাকার মুন্সীপাড়া দর্মাপট্টি এলাকার মো. নেছারের পুত্র ইমতিয়াজ (৩৬) এখন মাদক সম্রাট। তার নেতৃত্বে সেখানে গড়ে উঠেছে মাদকের বিশাল সিন্ডিকেট।

এলাকার একাধিক সূত্র জানায়, মাদক ব্যবসায়ী ইমতিয়াজ ও তার সহযোগী মুন্সিপাড়ার সাজ্জাদ (৩২) একই এলাকার লাল (৩০), মুরাদ (২৮), নয়াবাজার এলাাকার সনু (২৬) সহ কয়েকজনের মাধ্যমে মাদক বেচাকেনা করে আসছে। আর মাদক সেবনের নিরাপদ ঘাটি হিসেবে তারা বেছে নিয়েছে মুন্সিপাড়া হরিজন কলোনীর পিছনের এলাকা। ফলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে উক্ত এলাকাটি। এ নিয়ে ওই এলাকার হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা প্রতিবাদ করলে উল্টো তাদেরকে নাজেহাল হতে হয়েছে মাদক ব্যবসায়ীদের হাতে।

এলাকার হরিজন সম্প্রদায়ের নেতা কালু বাসফোর (৫০) জানান, আমরা পুরুষরা সারাদিন কাজের জন্য বাইরে থাকি। এ সুযোগে মাদক ব্যবসায়ীরা কলোনীর পেছনে মাদকের আড্ডা বসায় মাদকসেবীরা। তাদের এমন কর্মকান্ডের প্রতিবাদ জানালে প্রায়ই সময় অস্ত্রের ভয় দেখায় মাদকব্যবসায়ীরা।

সুভাতী রায় নামের এক গৃহিনী মাদক সিন্ডিকেটের দেওয়া হুমকির বিষয়ে বলেন, আমরা তাদের ভয়ে অতিষ্ঠ। প্রতিবাদ করলে হামলার শিকার হতে হয়।

সূত্র জানায়, এ অবস্থায় গত শনিবার বিকেলে মাদক ব্যবসায়ী ইমতিয়াজের নেতৃত্বে তার সহযোগিরা কলোনী এলাকায় গিয়ে জমজমাট আড্ডা বসায়। এ সময় হরিজন সম্প্রদায়ের সকল নারী-পুরুষ তাদের এমন কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে এলাকা থেকে তাদের চলে যেতে বলে। এসময় সেখান থেকে মাদক ব্যবসায়ীরা চলে গেলেও সন্ধার দিকে সংঘবদ্ধ হয়ে হরিজন সম্প্রদায়ের লোকজনের উপর হামলা চালায়। এসময় কলোনীর লোকজন ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায় তারা।

পরে আবারও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিহ হয়ে হামলার চালানোর প্রস্তুতি নেয় মাদক সিন্ডিকেটের সদস্যরা। এই অবস্থায় হরিজন সম্প্রদায় ও মাদক সিন্ডিকেটের মধ্যে চলতে থাকে ধাওয়া পাল্টা-ধাওয়া। এটি চলে রাত পর্যন্ত। এক পর্যায়ে হরিজন কলোনীর নারী পুরুষের ধাওয়ায় পালিয়ে যায় ইমতিয়াজ বাহিনী।

খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মারুফ-উল-ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম রয়েল ঘটনাস্থলের উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হরিজন কলোনীর কালু বাসফোর, রাজেন্দ্র লাল, হরিজন সম্প্রদায়ের নারী নেত্রী তুতিয়া বাসফোর জানান, আমরা হরিজন হলেও আমাদের ভবিষ্যৎ নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে চাই। এজন্য আমরা আমাদের সন্তানদের শিক্ষিত করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তারা বলেন, আমাদের সন্তানরা এখন বিভিন্ন সেক্টরে উচ্চপদে চাকুরি করছেন। আমরা আমাদের সন্তানদেরও সুশিক্ষায় শিক্ষিত করতে সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছি, ঠিক সে সময় মাদক ব্যবসায়ীরা আমাদের এলাকায় মাদকের আখড়া গড়ে তুলেছে। প্রতিবাদ করলে দেওয়া হচ্ছে হুমকি ধামকি।
তারা বলেন হরিজন কলোনী এলাকায় মাদকব্যবসা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবেই।

৫ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল হরিজনপল্লীর বাসিন্দাসহ মুন্সিপাড়া এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এলাকার মাদক ব্যবসা বন্ধসহ বিভিন্ন সিদ্ধান্ত নিতে শুক্রবার মাদক বিরোধী সমাবেশ হবে।

থানার উপ পরিদর্শক মারুফ- উল-ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। তিনি মাদক ব্যবসায়ী ইমতিয়াজসহ তার সহযোগিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।