• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মমেকে চিকিৎসক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ দিনের কর্মবিরতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক-পুলিশ সংঘর্ষের ঘটনায় তিন দিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। সংঘর্ষের একদিন পর বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইন্টার্ন চিকিৎসক পরিষদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

এ প্রসঙ্গে হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, বুধবার রাত ১০টার দিকে কক্সবাজার পুলিশ লাইনে কর্মরত সহকারী উপ-পরিদর্শক মাহমুদুল হাসান তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে হাসপাতালের পুরনো ভবনের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসককে ডাকার পর তিনি সময় চাওয়ায় মাহমুদুল হাসান ক্ষিপ্ত হয়ে ওই চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সংঘর্ষে জড়ান ইন্টার্ন চিকিৎসক ও পুলিশ। এ ঘটনায় আহত হন দুই পুলিশ সদস্য ও আট ইন্টার্ন চিকিৎসক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল গোলাম ফেরদৌস জানান, হাসপাতালে গতকাল বুধবার রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ কারণে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তিন দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে চিকিৎসক-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সেদিন রাতেই জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁঞা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম ও পুলিশ সদস্য আরিফকে পুলিশ সুপার সাময়িক বরখাস্ত করেন। এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন পুলিশ সুপার। এ কমিটিকে তিন দিনের মাঝে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।