• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

মজুরির টাকা নিয়ে বিরোধে এনামুল হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

মজুরির টাকা ভাটোয়ারা নিয়ে দ্বন্ধের জেরে শ্রমিক হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) এর একটি চৌকস দল মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে।

র‌্যাব-১৪ সিপিএসসি কোম্পানী অধিনায়ক জয় মেজর আখের মুহম্মদ জানান গত ১৩ জুলাই মজুরির টাকা নিয়ে দ্বন্দ্রে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কমলাপুর গ্রামে ০১জন হত্যার ঘটনা ঘটেছে মর্মে সংবাদ পাওয়া যায়। উক্ত ঘটনাটি ফুলবাড়ীয়া থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন, ছায়া তদন্ত এবং ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতারের জোর তৎপরতা শুরু করে।

পরবর্তীতে র‌্যাব-১৪, সিপিএসসিএর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে পলাতক আসামীর সুনির্দিষ্ট অবস্থান নির্ণয়ের ভিত্তিতে এনামুল হক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ তারা মিয়া (৫২), পিতা-মৃত আঃ হালিম, সাং- কমলাপুর, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহকে মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী থানাধীন এলাকা হতে গ্রেফতার করে।

উল্লেখ্য, মামলার এজাহার পর্যালোচনা এবং র‌্যাব কর্তৃক ছায়া তদন্তের মাধ্যমে জানা যায় এনামুল হকের ভাতিজির জামাই মামুন মিয়া ও একই এলাকার তারা মিয়ার লোকজনের সঙ্গে নির্মাণ শ্রমিকের কাজ করেন। সম্প্রতি চট্টগ্রামে ৫০ হাজার টাকায় একটি নির্মাণ কাজের বায়না করেন মামুন। বায়নার টাকা তারা মিয়ার লোকজন নিলেও তারা কাজে যায় না। ওই টাকা নিয়ে ১৩/০৭/২২খ্রি. তারিখে মধ্যরাতে মামুন মিয়া এবং তারা মিয়ার লোকজনের সঙ্গে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা মিয়ার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এনামুল হককে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্বজনরা রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে এনামুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এনামুল হক এর মৃত্যু হয়।

এ ব্যাপারে ভিকটিমের সহোদর ভাই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী তারা মিয়াসহ মোট ১৬ জনের বিরুদ্ধে ফুলবাড়ীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মামলা নং-১৪, তারিখ-১৩ জুলাই ২২খ্রি, ধারা-১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তরের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।