• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ভ্রাম্যমান আদালতে মায়ের অভিযোগে পুত্রের কারাদন্ড

মাদকাসক্ত পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে পুত্র হায়দারকে (২২) তুলে দিল এক মা। পরে ভ্রাম্যমান আদালতে অপরাধ প্রমাণিত হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শামীম হুসাইন।

গতকাল বুধবার দুপুরে দন্ডাদেশ প্রাপ্ত আসামীকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়।

থানা পুলিশ জানায়, শহরের বাঁশবাড়ী ক্যাম্প এলাকার মো. আশরাফ আলী ও মোছা. হাবিবা দম্পত্তির পুত্র মোঃ হায়দার আলী। মাদকাসক্ত হায়দার মাদক সেবনের জন্য প্রায় তার বাবা-মায়ের কাছে টাকা চেয়ে আসছিল। তারা টাকা দিতে অস্বীকার করলে সে বাড়ির সবাইকে মারপিটসহ ঘরের জিনিসপত্র ভাংচুর করে। তাকে মাদক থেকে ফিরিয়ে আনতে পরিবারের লোকজন অনেক চেষ্টা করে। কিন্তু কোন কাজ হয়নি।

গতকাল বুধবার সকালে হায়দার মাদক কেনার জন্য তার মায়ের কাছে টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তার মাকে মারপিট শুরু করে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক লক্ষী নারায়ণ বর্মনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে মাদকসেবী হায়দারকে আটক করেন।

পরে তার মা হাবিবার (৫০) দেওয়া অভিযোগে হায়দারকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
এসময় আদালতের কাছে মাদকসেবন ও মাকে মারপিটের কথা স্বীকার করে সে। পরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শামীম হুসাইন তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।