• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ থাকলেও জয় বাংলাদেশ পেয়েছে কেবল এক ম্যাচে। শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।

এখন পর্যন্ত বাংলাদেশ পাঁচটি ওয়ানডে খেলেছে ভারতের বিপক্ষে। কোনোটিতেই নেই জয়ের রেকর্ড। ঘরের মাঠে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চান টাইগ্রেস দলপতি।

নিগার বলেন, ‘জিততে জিততে হারলাম এবং আরও একটা ম্যাচ জিতলাম। এখন পর্যন্ত মনে হয়, দলটা ভালো একটা মোমেন্টাম পেয়েছে। সবার তো ইচ্ছা থাকবে, সবারই প্রত্যাশা যে, প্রথম থেকেই যেন আমরা কোনও ভুল না করি। এই সিরিজটা যেন আমরা খুব ভালোভাবে শুরু করতে পারি। ’

ইতিহাস গড়ার মিশনে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে অলরাউন্ডার স্বর্ণা আক্তারের। আর ভারতের হয়ে অভিষিক্ত হয়েছেন দুজন। অলরাউন্ডার আমানজত কৌর ও বোলার বারেদি আনুষা।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে ৯৫ রানে অলআউট করে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। যদিও হারতে হয়েছিল সেই ম্যাচে তাদের। শেষ ম্যাচে ১০২ রানে প্রতিপক্ষকে থামিয়ে জয়ের নিশানা উড়ায় স্বাগতিক মেয়েরা।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ঋতু মণি, স্বর্ণা আক্তার, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, রাবেয়া ও শারমিন আক্তার সুপ্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।