• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

ব্যক্তিগত প্রতিশোধ নিতেই সাংবাদিক নাদিমকে হত্যা : র‍্যাব

ব্যক্তিগত প্রতিশোধ নিতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা করেছেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবু।

শনিবার (১৭ জুন) কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব জানান র‍্যাবের মিডিয়া উইং প্রধান কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবু হত্যার বিষয়টি স্বীকার করেছে। ব্যক্তিগত প্রতিশোধ নিতেই বাবুর নেতৃত্বে থাকা সন্ত্রাসী গ্রুপ দিয়ে এই হত্যাকাণ্ডের মিশন পরিচালিত হয়।

সাংবাদিক হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বাবু এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডসহ তার বিরুদ্ধে ধর্ষণ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে বলে জানান র‍্যাবের মুখপাত্র।

চেয়ারম্যান বাবু ও তার ছেলেসহ এই ঘটনায় মামলার এজাহারভুক্ত ২২ জনের মধ্যে বাকিদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে বলে জানান তিনি।

এদিকে নাদিম হত্যার ৯ আসামিকে কারাগারে প্রেরণ করেছে আদালত। শনিবার (১৭ জুন) তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। আগামীকাল রোববার (১৮ জুন) তাদের রিমান্ড শুনানি হওয়ার তারিখ ধার্য করা হয়েছে।

গত বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।