• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বেলাইচন্ডী ইয়ং সোসাইটি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পোড়াদহ্ ওয়ান্ডার্স ক্লাব চ্যাম্পিয়ান


মিজানুর রহমান মিলন সৈয়দপুর থেকে :
পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে চুয়াডাঙ্গা খেলোয়াড় একাদশ। সৈয়দপুরের পার্শ্ববর্তি বেলাইচন্ডী বাস স্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা খেলোয়াড় একাদশ বনাম কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাওন দলের পক্ষে প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। বিরতির পর নাইজেরিয়ান খেলোয়াড় সামছি একটি গোল করে পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবকে ২-০ গোলে এগিয়ে নেয়। উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল খেলার শুরু থেকে শেষ পর্যন্ত চুয়াডাঙ্গা খেলোয়াড় একাদশ ভাল খেলেও গোল করতে ব্যর্থ হয়। ফলে টুর্নামেন্টে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ২-০ গোলে চুয়াডাঙ্গা খেলোয়াড় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের শাওন ম্যান অব দ্য ম্যাচ এবং একই দলের নাইজেরিয়ান খেলোয়াড় সামছি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।ফাইনাল খেলাটি পরিচালনা করেন নীলফামারী জেলার রেফারী ভুবন মোহন তরফদার। সহকারি রেফারি ছিলেন টিআই সামী এবং রওশন কবীর। ফাইনাল খেলায় ধারা বর্ণনা করেন দিনাজপুরের বীরগঞ্জের উত্তরাঞ্চলের জনপ্রিয় ধারা ভাষ্যকার মো. তাইফুল ইসলাম তপু। কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক টূর্ণামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক ও বিশেষ অতিথি পার্বতিপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন। বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি এ কে এম খুরশীদ আলম মজনু’র সভাপতিত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, বেলাইচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা, পার্বতিপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক সরদার প্রমুখ। অনুষ্ঠানে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ও এক লাখ টাকা প্রাইজমানি এবং চুয়াডাঙ্গা খেলোয়াড় একাদশকে রানার্স-আপ ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেয়া হয়। টুর্নামন্টের সমাপণী অনুষ্ঠানে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক মো. বাবর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গত ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত এ টূর্ণামেন্টের পঞ্চম আসরে রাজশাহী, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জয়পুরহাটসহ আটটি ফুটবল দল অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।