• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বুদ্ধিজীবী দিবসে বগুড়া সরকারি আ: হক কলেজে বিতর্ক প্রতিযোগিতা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কলেজের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে পুণ্ড্র ডিবেটিং ক্লাব।

পুণ্ড্র ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অরুপ রতন শীলের মডারেটরে বিতর্কে শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান দল ও শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ দল বিতর্কে অংশগ্রহণ করেন৷ এতে বিপক্ষ দল শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান বিতর্ক দল জয়লাভ করে।

বিতর্ক শেষে পুণ্ড্র ডিবেটিং ক্লাবের প্রধান সমন্বয়ক সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. সবুর উদ্দিন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আমিনুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কে এম আমিনুল হক, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রায়হান ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান মিলন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান সাজু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম এবং প্রভাষক জিনাত আরা ফারজানা।

পুণ্ড্র ডিবেটিং ক্লাবের সমন্বয় সহকারী শেখ মাসুকুর রহমান শিহাবের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের পরিচালক মেহেরুন নেছা ইতিক্লাবের সভাপতি জাহিদ হাসানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।