• মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার সময় মরহুমের বাড়ির আঙ্গিনায় রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা নিবেদনের পরে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মরদেহ দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

জানাজা নামাজের আগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়ার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের কৃতকর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বজলুল রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ. কে. এম. মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।

উপজেলা প্রশাসন, উপজেলা, পৌরসভার ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন উপজেলার চরঅস্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের বেপারী বাড়ীর মৃত ইমান আলীর ছেলে। তিনি শুক্রবার রাত ৯টার সময় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে মারা যান। তিনি ৪ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অনুযায়ী জানা গেছে, মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের বয়স হয়েছিল ৮৭ বছর, ৬ মাস, ১৮ দিন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মুক্তিযোদ্ধা গেজেট তালিকা নং ১৩২৭, লাল মুক্তিবার্তা তালিকা নং ০১১৪০৩০১৬২।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।