• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বিয়ের প্রলোভনে ভাগিয়ে নিয়ে নিষিদ্ধ পল্লী্তে যুবতীকে বিক্রি ॥ পুলিশের সাঁড়াশি অভিযানে উদ্ধার

শেখ সাঈদ আহমেদ সাবাব :
শেরপুর শ্রীবরদী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে জামালপুর নিষিদ্ধ পল্লী থেকে এক যুবতীকে উদ্ধার করা হয়েছে। শ্রীবরদী থানা পুলিশ আজ ১০ আগষ্ট বিকেলে যুবতীকে উদ্ধারের ঘটনাটি নিশ্চত করে। পুলিশ জানায় ওই যুবতীকে তার প্রেমিক লোকমান হোসেন বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে জামালপুর রানীগাওয়ে (দয়াময়ী মোড়) এলাকার নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়। পুলিশ প্রেমিক লোকমান হোসেনকে খোজঁছে।
অভিযুক্ত লোকমান শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিচপাড়া এলাকার জনৈক ইসমাইল হোসেন ওরফে ডাইয়ার ছেলে।
আজ ১০ আগষ্ঠ উদ্ধারকৃত যুবতীকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। যুবতীর বাড়ী শ্রীবরদী উপজেলাতে। গত ২০ জুন ওই যুবতীর প্রেমিক লোকমান মিয়া প্রেমিকাকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়। এনিয়ে মেয়ের অভিভাবক গত ৯ আগষ্ঠ শ্রীবরদী থানায় মামলা করলে নড়েচরে বসে পুলিশ। তাৎক্ষনিক নানা প্রযুক্তি ব্যবহার করে যুবতীর অবস্থান ঠিক করে ওইদিন রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে যুবতীকে রক্ষা করা হয়।
মামলা পুলিশ ও যুবতীর স্বীকারোক্তি থেকে জানা গেছে, বছর দুই আগে ওই নারীর পার্শবর্তি উপজেলা ঝিনাইগাতিতে বিয়ে হয়।স্বামীর সাথে সংসারে বনিবনা না হওয়ায় যুবতী মা বাবার কাছে চলে আসে। মা-বাবা গাজীপুর জেলার পোষাক শ্রমিকের চাকরি কর। স্বামীর কাছ থেকে আসার পর মেয়ে সেখানেই থাকাতো। এরই মধ্যে মোবাইলে ওই নারীর সাথে লোকমানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাস দুই আগে ওই যুবতীর মা-বাবা যুবতীকে শ্রীবরদীতে দাদার বাড়ীতে রেখে যায়। ঘটনার দিন ২০ জুন বিকালে প্রেমিকা নিয়ে প্রেমিক লোকমান পালিয়ে যায়। বিয়ের প্রলোভনে নানা জায়গায় ঘোরাঘুরি করে ওই রাতেই আরও ২/৩ জানের সহয়তায় প্রেমিকাকে নিয়ে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়। এঘটনার পর অনেক খোজাঁখুজির পর মেয়েকে না পেয়ে যুবতীর বাবা শ্রীবরদী থানায় মামলা করে।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে সাঁড়াশি অভিযানে ওই যুবতীকে উদ্ধার করা হয়েছে। প্রেমিক ওই পিশাচকে ধরতে পুলিশের দুইটি টিম বিশেষ অভিযান চালাচ্ছে। বিষয়টি জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম তদারকি করছেন। আশা করছি খুব দ্রুতই অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।