• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বিশ্বকাপে ব্যর্থতার পর অবসরে স্পেন অধিনায়ক

সার্জিও বুস্কেটস, স্পেনের অনেক সুসময় এবং দুঃসময়ের সাক্ষী। জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের একটা সময় পার করেছেন সোনালী সময়, আবার মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ বিদায়ের সময়ও দলের সঙ্গেই ছিলেন। তবে এবার ইতি টানলেন বার্সেলোনার এ তারকা। অধিনায়ক হিসেবে চলতি বিশ্বকাপে ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী বুস্কেটস।

ক্লাব ফুটবলে লিওনেল মেসির সতীর্থ ছিলেন বহুদিন। ৩৪ বছর বয়সে এসেও স্পেনের মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে ছিলেন। কাতার স্কোয়াডে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলের একমাত্র সদস্য তিনি। তাই দ্বিতীয় রাউন্ডে মরক্কোর কাছে অপ্রত্যাশিত হার মেনে নিতে পারেননি বিশ্বকাপ জয়ী তারকা। হতাশা নিয়েই জানিয়ে দিলেন দেশের হয়ে আর নামছেন না মাঠে।

সমাজিক যোগাযোগমাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানিয়ে বুস্কেটস লিখেছেন, ‘গত ১৫ বছরে দেশের হয়ে ১৪৩টি ম্যাচ খেলার পর অবসরের সিদ্ধান্ত নিলাম। জাতীয় দলকে বিদায় জানানোর এটাই সঠিক সময় বলে মনে হয়েছে।’

২০০৮ সালে স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয় বুস্কেটসের। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০১২ সালে স্পেনের ইউরো জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। বার্সেলোনার হয়েও খেলছেন ২০০৮ সাল থেকে। তার আগে তিন বছর তিনি ছিলেন বার্সেলোনার যুব দলের সদস্য। পেশাদার ফুটবল জীবনে পা দেওয়ার পর আর ক্লাব পরিবর্তন করেননি বুস্কেটস।

ক্লাবের হয়ে এখনও পর্যন্ত ৪৬৩টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১১টি। এছাড়া জাতীয় দলের হয়েও দুটো গোল আছে এ মিডফিল্ডারের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।