• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বিশ্বকাপে আমরা ফেবারিট নই, তবে লড়তে প্রস্তুত: মেসি

দুই বছর কোন ম্যাচ হারে না লিওনেল মেসির আর্জেন্টিনা। গত বছর আকাশি-নীল জার্সিধারীরা কোপা আমেরিকা জিতেছে। এবার মেসির নেতৃত্বে লা ফিনালিসিমা ঘরে তুলেছে। র‌্যাঙ্কিংয়ে আছে সেরা চারে।

তারপরও মেসি তার দলকে কাতার বিশ্বকাপে ফেবারিট মনে করছেন না। তবে যেকোন দলের বিপক্ষে আলবিসেলেস্তেরা লড়তে প্রস্তুত। সেটা তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন।

ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে বুধবার রাতে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ৩-০ গোলে জিতেছে। এক বছরের মধ্যে দ্বিতীয় শিরোপা উচিয়ে ধরা মেসি ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দারুণ এক অভিজ্ঞতা হলো। জানতাম, ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলাম। আমরা এভাবে ধীরে ধীরে উন্নতি করতে চাই। ’

তিনি বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতে চাই, ওটাই আমাদের লক্ষ্য। আমি বলতে চাই যে, বিশ্বকাপে হয়তো আমরা টপ ফেবারিট নই, কিন্তু আমরা যেকোন দলের বিপক্ষে লড়াই করার জন্য প্রস্তুত। কারণ এই দলটার লক্ষ্য পরিষ্কার, তারা আশাবাদী। সেপ্টেম্বরে আমাদের ম্যাচ আছে। বিশ্বকাপে সেরা ছন্দে যেতে ওই ম্যাচের আগে অনেক উন্নতি করতে হবে। ’

ইতালির বিপক্ষে ম্যাচ নিয়ে মেসি জানিয়েছেন, প্রথম গোল হওয়ার আগ পর্যন্ত ম্যাচ দুই দলের হাতেই ছিল। তারা আজ্জুরি মিডফিল্ডার জর্জিনহোকে আটকানোর কোন পথ পাচ্ছিল না। তবে গোল হওয়ার পরে ম্যাচের চিত্র বদলে যায়। প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল পেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে নিয়ন্ত্রণে ছিল বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বে ল্যাতিন দলগুলোর বিপক্ষে খেলেছে ব্রাজিল-আর্জেন্টিনা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে তাই ইউরোপের দলের বিপক্ষে খেলায় প্রস্তুতি হয়েছে এমনটা মানেন না মেসি, ‘ইউরোপের দলের বিপক্ষে খেলতেই হবে এমনটা আমি মনে করি না। আমরা আমাদের ওপর বিশ্বাস রাখি। প্রতি ম্যাচ একইভাবে খেলে যাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে ইতালি পরীক্ষাটা দলের জন্য ভালো হয়েছে। ’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।