• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বিপর্যয়ের পর সবার আগে বিদ্যুৎ পায় ময়মসিংহে

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে আকষ্মিকভাবে মঙ্গলবার দুপুর ০২:০৪ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) অনাকাঙ্খিতভাবে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। পিজিসিবি’র প্রকৌশলীগণ দ্রুততার সঙ্গে জাতীয় গ্রিড সচল করতে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি বিদ্যুৎ সেবা চালু করে পরিস্থিতি মোকাবেলায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরফলে দেশের প্রথম ময়মনসিংহে ২টা ৫৮ মিনিটে পুনরায় বিদ্যুৎ পায় বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের তত্তাবধায়ক প্রকৌশলী এ.কে. এম জসিম উদ্দিন।

বিদ্যু উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী এ.কে. এম জসিম উদ্দিন জানান মঙ্গলবার রাত ৮টায় জানান, ময়মনসিংহ অঞ্চলে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তন্মধ্যে শম্ভুগঞ্জ আরপিসি থেকে পাওয়া যাচ্ছে ৮৭ মেগাওয়াট। প্রাপ্ত বিদ্যুৎতের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৪৪ মেগাওয়াট সরবরাহ দেয়া হচ্ছে। বাকী বিদ্যুৎ এ অঞ্চলের অন্যান্য জেলার বন্টন করে দেয়া হচ্ছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া গেলে পর্যায়ক্রমে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়া হবে বলে জানান তত্তাবধায়ক প্রকৌশলী। এদিকে রাত ৮টার পর ময়মনসিংহের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানান বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা।

এদিকে পিজিসিবি ও পিডিবি’র প্রকৌশলীগণের অত্যন্ত আন্তরিক দক্ষতার সাথে কাজ করার প্রেক্ষিতে দ্রুততার এবং দেশের মধ্যে ময়মনসিংহে প্রথম আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু করায় সংশ্লিষ্ট বিদ্যুৎ প্রকৌশলীদের গ্রাহকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবান জানিয়েছেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।