• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বায়ুদূষণ কমালে দেশে গড় আয়ু বাড়বে ৫ বছর

জীবাশ্ম জ্বালানি পোড়ানোয় প্রতিনিয়ত বাতাসে মিশছে অতিক্ষুদ্র কণা। এগুলো বায়ুর ঘনত্ব বাড়িয়ে দূষণের অন্যতম উপকরণে পরিণত হচ্ছে। নিঃশ্বাসের মাধ্যমে এই দূষিত বাতাস গ্রহণ করায় পড়তে হচ্ছে ফুসফুস ও হৃদরোগের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে।

এতে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু কমছে দুই বছর। এই দূষণে দুনিয়ার সব অঞ্চলকে টপকে গেছে বাংলাদেশ। দেশে মানুষের গড় আয়ু কমছে আশঙ্কাজনক হারে। তবে পরিস্থিতির উন্নতি হলে উল্টো গড় আয়ু অন্তত পাঁচ বছর বাড়বে। গতকাল মঙ্গলবার প্রকাশ হওয়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাতাসে ভেসে বেড়ানো ফাইন পার্টিকুলেট ম্যাটার বা পিএম২.৫ দূষণ খালি চোখে দেখা যায় না। এর ঘনত্ব ২৪ ঘণ্টার সময়কালে প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। তবে ইতোমধ্যে এই মানদণ্ড অতিক্রম করেছে বিশ্বের প্রায় সব এলাকা। এর মধ্যে এশিয়া সবার ওপরে। আবার এ অঞ্চলে বায়ুদূষণে শীর্ষস্থান দখলে রাখা বাংলাদেশে পিএম২.৫ দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া পরিমাণের তুলনায় ১৫ গুণ। এক ধাপ নিচেই অবস্থান করছে ভারত, সেখানে পিএম২.৫ এর দূষণ ১০ গুণ। এর পরে আছে নেপাল ও পাকিস্তান। ভারতের অন্যতম দূষিত অঞ্চল উত্তরপ্রদেশ ও বিহারে মানুষের গড় আয়ু কমছে আট বছর এবং দেশটির রাজধানী নয়াদিল্লির বাতাসের মান সবচেয়ে খারাপ, সেখানে গড় আয়ু কমছে প্রায় ১০ বছর।

সব অঞ্চলে বাতাসের মানের অবনতি ঘটলেও পিএম২.৫ দূষণ কমিয়ে বিশ্বে রেকর্ড করেছে ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীন। ২০১৩ ও ২০২০ সালের মধ্যে দেশটি ৪০ শতাংশ দূষণ হ্রাস করায় সেখানে গড় আয়ু বেড়েছে দুই বছর।

সূত্র : এএফপি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।