• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বাংলাদেশ পুলিশ ফুটবলে ময়মনসিংহ রেঞ্জ চ্যাম্পিয়ন

অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় শ্বাসরুদ্ধকর ট্রাইব্রেকারে ৫-৩ গোলে শক্তিশালী ঢাকা মেট্রোপলিটন পুলিশ একাদশকে পরাজিত করে এই প্রথমবারের মত ময়মনসিংহ রেঞ্জ একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য জানান, শনিবার ১১ সেপ্টেম্বর আর্মড পুলিশ ব্যাটেলিয়ন সদরদপ্তর মাঠ, উত্তরা ঢাকায় বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পুরষ্কার বিতরণ করেন।

সমগ্র টুর্নামেন্টে অপরাজিত থেকে আসামান্য ক্রীড়ানৈপূণ্য প্রদর্শনের মাধ্যমে এই অনবদ্য গৌরব অর্জন করায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি(অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাসহ রেঞ্জ ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন আইজিপি।

সমগ্র ময়মনসিংহ রেঞ্জ এবং জেলা পুলিশ, ময়মনসিংহের পক্ষ থেকে এই চমকপ্রদ ক্রীড়ানৈপূণ্য প্রদর্শনের জন্য চ্যাম্পিয়ন ফুটবল দলের সকল সদস্যকে প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ. এম. এ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।