• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বাংলাদেশের কৃষকরা এখন ভালো নেই : শেরপুরে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বাংলাদেশের কোন শ্রেণি-পেশার মানুষই এখন ভালো নেই। বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে কৃষক সমাজ। কারণ তারা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। শুধু কৃষক নয়, দেশে অন্যান্য মানুষেরও আত্মাহুতির ঘটনা বেড়েছে।

তিনি ১১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামে সেচপাম্প নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের চাপে কৃষক শফিউদ্দিনের ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। শেরপুর শহরের মাধবপুরস্থ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলীর বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, কৃষকের আত্মহত্যার কারণ বর্তমানে দেশে অনির্বাচিত সরকার। এ সরকার সার, কীটনাশক, ডিজেল বিদ্যুৎসহ কৃষি উৎপাদন কাজে ব্যবহৃত সব সামগ্রীর দাম কয়েকগুণ বাড়িয়েছে। প্রত্যেকটি কৃষি উৎপাদন পণ্যের মূল্য বৃদ্ধি করে এ সরকার কৃষকদের হতাশ করেছে। এ হতাশার কারণেই আজকের আত্মাহুতির মতো ঘটনা ঘটছে। এসব ঘটনা থেকে আমরা পরিত্রাণ চাই। সকল শ্রেণি-পেশার মানুষ এ সরকার থেকে মুক্তি চায়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কৃষক দল নেতা ও বগুড়া-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার আকন্দ, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল, কৃষক দল নেতা মজিবর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট মো. রিয়াজ উদ্দিন, শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী, জেলা কৃষক দলের আমিনুল ইসলাম আঙুর, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে নালিতাবাড়ীতে কৃষক শফিউদ্দিনের বাসায় গিয়ে তার স্বজনদের সমবেদনা জ্ঞাপন করেন কৃষকদল ও বিএনপি নেতৃবৃন্দ। ওইসময় কৃষক শফিউদ্দিনের স্ত্রী আবেদা বেগমের হাতে ৩০ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বুধবার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদ গ্রামের কৃষক শফিউদ্দিন সেচপাম্প নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের চাপে নিজে ফাঁসির মঞ্চ বানিয়ে ফসলের মাঠে আত্মহত্যা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।