• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বর্ষবরণের জন্য সাজছে রমনা, চলছে সিটিটিসির মহড়া

রমনা বটমূলে চলছে মঞ্চ সাজানোর কাজ। অপেক্ষা বঙ্গাব্দ ১৪৩০ বরণের। একইসঙ্গে বৈশাখের আয়োজন ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রমনা বটমূলে চলছে সিটিটিসির মহড়াও।
কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রস্তুতিও দেখে নেন তারা।

এদিকে, মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে লেখা এক চিরকুট পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে। এ নিয়ে শাহবাগ থানায় একটি জিডি করেছে আয়োজক কমিটি।

বৃহস্পতিবার সকালে রমনা বটমূলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন করেন, র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি বলেন, পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি কোনো নারী যদি হেনস্তার শিকার হন সেজন্য মোবাইল কোর্ট থাকবে।

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও। তারা জানান, উচ্চস্বরে কোনো বাজনা বাজানো যাবে না। রমজান মাস হওয়ায় বিকাল চার পর রমনা বটমূল ছেড়ে দিতে হবে। এসময় ডিএমপি কমিশনার বলেন, দাজ্জাল বাহিনী নামে কেউ মঙ্গল শোভাযাত্রা বন্ধে হুমকি দিয়েছে। এই নামে কোনো গোষ্ঠী নেই, তারা দুষ্টু পোলাপান।

রাজধানীর যেসব স্থানে বর্ষবরণের অনুষ্ঠান হবে সেখানে চেক পোস্ট, আর্চওয়ের পাশাপাশি ২৭শ পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় থাকবে। সাইবার মনিটরিং টিম, বোম ডিস্পোজাল ইউনিট, ডগ স্কোয়ারের পাশাপাশি সেসব জায়গা সুইপিং করা হবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।