• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বর্ণাঢ্য আয়োজনে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নববর্ষ উদযাপন

গ্রাম বাংলার নানা আয়োজনে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে।

এদিন বেলা ১১টায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে ফেস্টুন উড়িয়ে বর্ষবরণ উৎসব ১৪২৯ এর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের এআইজি (ক্রাইম ওয়েস্ট) ও জেলা পুলিশ সুপার পত্নী সুনন্দা রায় ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সিআইডি পুলিশ সুপার কাউছার শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন ও অর্থ), আব্দুর রশিদ (ক্রাইম অ্যান্ড অপস্), মোতাহার হোসেন (ডিএসবি), শরাফত ইসলাম (সদর সার্কেল), বীর মুক্তিযোদ্ধা এএইচএম আখতারুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা, শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি আনজুয়ারা খাতুন প্রমুখ।

বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের এআইজি (ক্রাইম ওয়েস্ট) ও জেলা পুলিশ সুপার পত্নী সুনন্দা রায় বলেন, বাঙালী ঐতিহ্যকে ধরে রেখে আগামীর পথে হেটে যাচ্ছে। ইতিহাস ঐতিহ্যের সাথে বাঙালীর সংস্কৃতি সম্পূর্ণভাবে জড়িয়ে আছে। পহেলা বৈশাখই বলে দেয়, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নয়। এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বের বুকে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে অসাম্প্রদায়িক চেতনায়।

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, এদেশের মানুষ ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে। বাঙালীর ইতিহাস ও ঐতিহ্য সুপ্রাচীন। সম্রাট আকবর শুরু করেছিলেন নববর্ষ উদযাপন। সেই থেকে বাঙালী জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা বছরের প্রথম দিন উদযাপন করে আসছে। এই পহেলা বৈশাখই প্রমান করে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলেই বঙ্গবন্ধুর ডাকে বাঙালী জাতি এক হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছিল। সেদেশে এখন মানুষ অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

বর্ষবরণ অনুষ্ঠানে ফেস্টুন উড়িয়ে উদ্বোধনের পর অতিথিরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। মঙ্গল শোভাযাত্রা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গানে গানে নতুন বছরকে স্বাগত জানায়। এ সময় শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, বাঁশি, একক গান পরিবেশন করেন। বর্ষবরণ অনুষ্ঠানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাপখেলা প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।