• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন |
  • English Version

বঙ্গবন্ধু হত্যা: প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করতে কমিটি গঠনের নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই সব প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবী মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া জানান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করতে বলেছেন আদালত। এই কমিটিকে সারাদেশের প্রতিরোধ যোদ্ধাদের তালিকা করে আগামী ৪ আগস্টের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

প্রতিরোধ যোদ্ধা দাবিকারী ৫ জনের দায়ের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়নি। ঘাতকদের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।