• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বঙ্গবন্ধু স্যাটেলাইটে যান্ত্রিক ত্রুটি, বন্ধ ছিল সব টেলিভিশন চ্যানেল

অন্যান্য দিনের মতোই স্বাভাবিক সম্প্রচার কার্যক্রম চলছিলো দেশের সব টেলিভিশন চ্যানেলে। তবে দুপুর সোয়া বারোটার কিছু পরে হঠাৎ সব বন্ধ হয়ে যায়। এই অবস্থা চলে প্রায় পৌনে বারোটা পর্যন্ত।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর টেলিপোর্টে যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে দেশের সব টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটে।

জানা যায়, দুপুর ১২টা ১৪ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত দেশের সব টেলিভিশন চ্যানেলে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিল ঘটনাটিকে পুরোপুরি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। তবে সম্প্রচার প্রকৌশলরা বলছেন, সরকার সব চ্যানেলের নিজস্ব আর্থ স্টেশনের অনুমতি না দিলে এ ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক।

খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সঙ্গে টেলিভিশনগুলোর ফাইবার সংযোগ স্থাপনকারী প্রতিষ্ঠান জাদু মিডিয়া। প্রতিষ্ঠানটি যে ভবনে অবস্থিত সেখানকার সকল ধরনের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি অকেজো হয়ে যাওয়ায় কমবেশি ২৬ মিনিট পুরো দেশে সব টিভি সম্প্রচার বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে “বিধিবাম” হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

তবে সম্প্রচার প্রকৌশলীরা মনে করছেন, ফাইবার সংয়োগ দিয়ে একটি প্রতিষ্ঠানকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এভাবে স্যাটেলাইটে যুক্ত হলে, একই ঘটনার পুনরাবৃত্তি উড়িয়ে দেয়া যাবে না।

বিএসসিএল জানিয়েছে, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের ১২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।