• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় ৪ ব্যাগ কঙ্কালসহ দুই বাসযাত্রী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বুধবার সকালে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় অভিযান চালিয়ে মানুষের কঙ্কালসহ দু’জন বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছে থাকা চারটি ব্যাগ থেকে মাথার খুলি,পায়ের, হাতের ও কোমড়ের হাড়সহ শরীরের বিভিন্ন অংশের প্রায় ৪৪০টি হাড় উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার গামারিয়া গ্রামের মনো মিয়ার ছেলে রাশেদ খান (২৪) এবং মৃত আব্দুুর রশিদের ছেলে বেলাল হোসেন (২৬)।

শেরপুর থানা পুলিশ ও বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন, শেরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার।
পুলিশের এ কর্মকর্তা জানান, বুধবার সকালে যৌথভাবে বগুড়া-ঢাকা মহাসড়কের ঘোগা বটতলায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিলো। এসময় ঢাকাগামী যাত্রীবাহী বাসের দু’জন যাত্রীর কাছে থাকা চারটি ব্যাগে ৪৪০টি মানুষের কঙ্কালের হাড়সহ তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার রাশেদের শশুর বাড়ি শেরপুরের বনমরিচা গ্রামে। তিনি ভোরে সহযোগী বেলালসহ বগুড়ার সারিয়াকান্দিতে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে কঙ্কালগুলো নিয়ে আসেন। পরে শেরপুর থেকে বাসে করে তারা ঢাকায় পাচারের উদ্দেশ্যে কঙ্কালগুলো নিয়ে যাচ্ছিলেন।

ওসি আতাউর রহমান খন্দকার আরও জানান, ধারণা করা হচ্ছে বিভিন্ন কবরস্থান থেকে চুরি করে কঙ্কালগুলো সংগ্রহ করা হয়েছে। এটি সংঘবদ্ধ চক্রের কাজ। গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।