• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় মরিচা পড়া ২ফিট রেললাইনে ভাঙ্গন: তড়িঘড়ি করে মেরামত

বগুড়া রেল স্টেশন এলাকায় দীর্ঘদিন মরিচার আস্তরণে থাকা রেললাইন ভেঙে গিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপেস এ লাইন দিয়ে পার হওয়ার সময় দুই ফিট রেল লাইন ভেঙে যায়।

স্থানীয়দের দাবি, অল্পের জন্য ওই ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

বগুড়া রেল স্টেশন সূত্র জানায়, মঙ্গলবার রাতে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ার পর বগুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক নম্বর রেলপথের প্রায় দুই ফিট রেল ভেঙ্গে যায়। এতে রংপুর এক্সপ্রেসের কোনো সমস্যা হয়নি। বিষয়টি পাশের বস্তির লোকজনের নজরে এলে রাতেই তারা রেলকর্তৃপক্ষকে অবগত করে। পরে রেলওয়ে প্রকৌশল অধিদপ্তর বুধবার সকাল থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত রেলের ভেঙে যাওয়া অংশে মেরামত করে। এসময়ের মধ্যে বগুড়া রেলওয়ে স্টেশন আসা সবগুলো ট্রেন দুই নম্বর রেলপথ দিয়ে চলাচল করে৷ বগুড়া রেলওয়ে স্টেশন থেকে ৫০ মিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।

রেলওয়ে উর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান জানান, মঙ্গলবার রাতে প্রায় দুই ফিট পরিমাণ রেল ভেঙ্গে যায়। ট্রেনের ওয়েটের কারণে বা যতটুকু ফেটেছে, তারা তা ঠিক করেছেন। এটা রাতে স্টেশন মাস্টার তাদের জানিয়েছিলেন। খবর পেয়ে সকালে মেরামত করা হয়।

রেল মেরামতকারী অতিরিক্ত মেট আব্দুস সাত্তার জানান, প্রায় দুই ফিট পরিমাণ রেল ভেঙ্গেছে। মরিচা পড়ার কারণে এমনটা হয়ে থাকে পারে। এখন এক নম্বর রেল স্বাভাবিক আছে।

বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, রাত ১২ টা ৮ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস বগুড়া স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি যাওয়ার সময় স্টেশনের হাড্ডিপট্টি এলাকার সামনে রেল ভেঙ্গে যায়। ওই সময় রেললাইনের পাশে থাকা বস্তির কয়েকজনের কাছে খবর পেয়ে প্রকৌশল বিভাগে জানানো হয়। এরপর থেকে রেল চলাচলের জন্য বিকল্প পথ হিসেবে দুই নম্বর লাইন ব্যবহার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।