• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় নকল সোনার মূর্তিসহ ২ প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব

বগুড়ায় একটি নকল স্বর্ণের মূর্তিসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব । বুধবার রাত ১০ টার দিকে দুপচাঁচিয়া উপজেলার পাঁচপীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে সোনালী রংয়ের সোনা সদৃশ গনেশ অবয়বকৃত মূর্তি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ পূর্বপাড়ার মৃত মোকছেদ আলী প্রামাণিকের ছেলে হেলাল উদ্দীন প্রামাণিক (৫০) এবং একই উপজেলার ছাতনি এলাকার সিরাজ উদ্দীন প্রামাণিকের ছেলে জামাল উদ্দীন প্রামাণিক (৫৩)।

বৃহস্পতিবার র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দুপচাঁচিয়া উপজেলায় নকল সোনার মূর্তি কেনাবেচার জন্য দুই ব্যক্তি অবস্থান করছেন। তখন র‍্যাবের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে পাঁচপীর এলাকা থেকে ওই দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিশেষ কায়দায় টিস্যু দিয়ে মোড়ানো নকল একটি সোনার মূর্তি উদ্ধার করে র‍্যাবের সদস্যরা।

এ প্রসঙ্গে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আসামিদের নামে এর আগেও দুপচাঁচিয়া থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। নকল সোনার মূর্তিসহ গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।