• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় নকল সোনার মূর্তিসহ র‍্যাবের হাতে ২ জন গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি নকল সোনার মূর্তিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) বৃহস্পতিবার দুপুরের পর প্রতারণার মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, বুধবার রাত পৌনে আটটার দিকে ওই উপজেলার ইসলামপুর তরফদারপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার করমজি গ্রামের মোফাজ্জল হোসেন (১৯) ও তালুচ গ্রামের সাদিকুল ইসলাম।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল সোনার মূর্তিসহ দুজনকে গ্রেফতার করা হয়। এ দুজনই কালোবাজারি মর্মে জানা গেছে। তারা নকল সোনার মূর্তি দিয়ে জনসাধারণকে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন। এছাড়াও তারা বিভিন্ন মূর্তি দিয়েও প্রতারণা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ধরণের মূর্তি দিয়ে জনসাধারণকে প্রতারিত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেফতার পরবর্তী তাদেরকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, নকল সোনার মূর্তিসহ দুজনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে র‌্যাব। তাদের দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।