• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় জাল টাকাসহ ডিবির জালে ২ জন গ্রেফতার

বগুড়ার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে জাল নোটের চিহ্নিত দুই কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে এক লাখের সমপরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। বুধবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ।

জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন গাবতলীর সন্ধ্যাবাড়ির মধ্যপাড়া এলাকার মো. শহিদ ও জয়ভোগা উত্তরপাড়ার মো. সাজু ওরফে সুজা। দুজনের বয়স ৩৭ বছর।

ডিবি পুলিশ জানায়, শহিদ ও সাজু দুজনেই অনেকদিন ধরে জাল নোটের কারবার করে আসছিলেন। তারা জাল নোট নিয়ে এসে গাবতলীর হাট-বাজারগুলোয় বিভিন্নভাবে ছড়িয়ে দিতেন। এ ধরনের অপরাধে তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। দুজনের মধ্যে সাজু এক মাস আগে জামিনে কারাগার থেকে বের হয়। গোপন সংবাদে ডিবির সদস্যরা জানতে পারেন, তারা আবারও জাল নোট নিয়ে ব্যবসা শুরু করেছেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সন্ধ্যাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহিদ ও সাজুকে এক লাখ জাল টাকাসহ গ্রেপ্তার করে ডিবি টিম।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্ল্যাহ জানান, শহিদের বিরুদ্ধে ইতিপূর্বে ১ টি এবং সাজুর বিরুদ্ধে ২ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।