• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় ছাত্রদলের সভাপতি- সম্পাদকের মুক্তির দাবিতে বিক্ষোভ

বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের জজকোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এরপর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহরাব হোসেন বাপ্পির সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, রিমন, সাজু আহমেদ রবি, আমিনুল ইসলাম, সানজাদ হোসেন, রিতু, সরকার সিফাত, আল-আমিন, আল রাজিব, রিবন হাসান রুমন, সন্ধান সরকার, রাফিউল, সৌরভ, অনিক আহমেদ, বাবুল, বিপ্লব মিয়া, শাকিল, আতিক, বিপ্লব, নাসিরুজ্জামান মামুন, হীরা, শিহাব, নাহিদ, জাহিদ, রাসেল, রুবেল, সোহাগ, এসএম রাঙ্গা, সামিউর শেখ সন্ধি প্রমুখ।

এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলসহ সকল ইউনিটের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা করে ছাত্রদলের আন্দোলন থামানো যাবে না। আন্দোলনের মধ্যে দিয়ে মিথ্যা মামলার জবাব দেয়া হবে। এসময় বক্তারা অবিলম্বে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।