• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় কৃষক কোকিল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

জমির বিরোধের জেরে কৃষককে হত্যার দায়ে বগুড়ায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় দন্ডিত আসামিরা বিচারকের সামনে উপস্থিত ছিলেন।

সোমবার বেলা ১২ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। এ সময় দণ্ডিতদের ২০ হাজার করে জরিমানাও করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন নবদ্বীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, রাতেন ও রমনী কান্ত। এরা সবাই গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা।

নিহত ওই কৃষকের নাম কোকিল চন্দ্র মণ্ডল। তিনি একই এলাকার শ্যামল চন্দ্র মণ্ডলের ছেলে ছিলেন। ২০১০ সালের ২৫ মার্চ বিকেলে লাঠি, রড দিয়ে পিটিয়ে কোকিলকে হত্যা করা হয়। এ ঘটনায় পরে তার বাবা শ্যামল চন্দ্র বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিনয় কুমার বিশু।

তিনি জানান, কোকিল ও দন্ডপ্রাপ্ত আসামিরা একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জেরে ২০১০ সালের ২৫ মার্চ বিকেলে কোকিলকে পিটিয়ে হত্যা করে আসামিরা।

সোমবার সেই মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেন বিচারক হাবিবা মণ্ডল। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি। অনাদায়ে তাদের অতিরিক্ত ছয় মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন বিচারক।

কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জ জানান, কৃষক কোকিল চন্দ্র হত্যায় দন্ডপ্রাপ্ত ছয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।