• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করলো নৌবাহিনী বগুড়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: নেপথ্যে পরকীয়া প্রেমের জের দেওয়ানগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম বণ্যার্তদের সহায়তায় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের পৌনে দুই লক্ষ টাকা হস্তান্তর বগুড়ায় ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা

বগুড়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে গণপিটুনিতে পল্লী বিদ্যুৎ কর্মী নিহত

বগুড়ার শিবগঞ্জে পল্লি বিদ্যুৎ এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয়দের মারপিটে এক পল্লী বিদ্যুৎ কর্মী নিহত হয়েছেন। মারপিটে আহত হয়েছেন একজন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বন্দরে এ ঘটনা ঘটে।

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে পিরব পল্লি বিদ্যুৎ অফিসের অফিস সহকারি আব্দুল হান্নান (৪২) স্থানীয়দের মারপিটে গুরুতর আহত হলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুরে। এ ঘটনায় পিরব সাব জোনাল অফিসের এজিএম রফিকুজ্জামান আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভাইয়েরপুকুর বন্দরের আবু সাঈদ এর পল্লী বিদ্যুৎ এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসেছিল পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে রেজাউলের বাড়ির সামনে স্থানীয়দের মারপিটের শিকার হয় পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

এ প্রসঙ্গে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ অভিযান চালিয়েছে এবং মারপিটের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরের পর আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি দীপক আরো জানান, রাতেই লাশ ময়নাতদন্তের জন্য শজিমেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামীদের আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।